বুধবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহের একটি ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তাবিত নকশার পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির (চরঈশ্বরদিয়া) যুগ্ম-আহ্বায়ক হোসাইন নূর মুহাম্মদ আনির।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর ও সংগঠনের একাংশের আহ্বায়ক মো. ওসমান গনি।
ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে নান্দনিক বিভাগীয় শহর, স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় সংবাদ সম্মেলনে।
একই সঙ্গে বলা হয়, প্রশাসনের প্রস্তাবিত নকশায় চার হাজার ৩৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হলে ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হবে। বিপুল সংখ্যক মানুষের ঠাঁই কোথায় হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই, ঘনবসতি এলাকা ও বসতভিটা রক্ষা করে নতুন শহর গড়ার দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএএএম/ওএইচ/এমজেএফ