বুধবার (১৭ মে) দুপুরে শহরের মালতিনগর সিট ফাউন্ডেশনের নার্সিং ট্রের্নি ইন্সটিটিউটে এ আলোচনার আয়োজন করা হয়।
সিট ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ’র বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।
প্রধান অতিথি তারা বক্তব্যে বলেন, নার্সিং পেশা সম্মানজনক পেশায় পরিণত হয়েছে। এ পেশায় সমাজের সব স্তর বা পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়া করছে। দেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এখাতের ওপর জোর দিয়েছেন।
নার্সদের উদ্দেশে ডা. মোস্তফা আলম নান্নু বলেন, আদর্শ সেবক-সেবিকা হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে। তবেই দেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সামির হোসেন মিশু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুবিয়া খানম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ