ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

২৩ মে আপন জুয়েলার্সের দিলদারকে ফের তলব শুল্ক গোয়েন্দার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
২৩ মে আপন জুয়েলার্সের দিলদারকে ফের তলব শুল্ক গোয়েন্দার আপন জুয়েলার্সের মালিক দিলদারকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দারা

ঢাকা: বনানী ধর্ষণ কাণ্ডের প্রধান অভিযুক্ত সাফাতের বাবা ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে ২৩ মে ফের তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এর আগে তাকে তলব করে বুধবার (মে ১৭) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দারা।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তলবে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে বেলা পৌনে বারোটার দিকে উপস্থিত হন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। সঙ্গে ছিলেন তার দুই ভাই ও আপন জুয়েলার্সের অন্যতম মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

এরপর দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের একটানা জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দারা।

বনানীর রেইন ট্রি হোটেলে সংঘটিত ওই চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা উন্মোচিত হওয়ার পর শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের ৫টি শোরুমে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮৫ কোটি টাকার ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম হীরা জব্দ করা হয়। এই স্বর্ণ ও হীরা রাখার ব্যাপারে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ বিষয়েই জানতে তাদের তলব করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এছাড়া একই দিনে দ্য রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকেও বুধবার একই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীরা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এ ঘটনা।

*শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।