ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কুপিয়ে ভাবীর পা বিচ্ছিন্ন করায় দেবর-জা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
কুপিয়ে ভাবীর পা বিচ্ছিন্ন করায় দেবর-জা গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কুপিয়ে রানু বেগম নামে এক নারীর পা বিচ্ছিন্ন করার অভিযোগে তার দেবর বিল্লাল হোসেন ও জা কুলসুম আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর পুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বুধবার (১৭ মে) দুপুরে বিল্লাল ও তার স্ত্রী কুলসুমকে গ্রেফতার করা হয়।

রানুকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা জানায়, বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে রাতে রানুর সঙ্গে বিল্লালের ঝগড়া হয়। বিল্লাল ও তার স্ত্রী একপর্যায়ে রানুকে মাটিতে শুইয়ে দা দিয়ে কুপিয়ে তার ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ও হোসেনপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে অভিযুক্ত বিল্লাল ও তার স্ত্রী কুলসুমকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।