ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পরকীয়ার প্রতিবাদ করায় মা ও মেয়েকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পরকীয়ার প্রতিবাদ করায় মা ও মেয়েকে পিটিয়ে আহত পরকীয়ার প্রতিবাদ করায় মা ও মেয়েকে পিটিয়ে আহত

লালমনিরহাট: পরকীয়ার প্রতিবাদ করায় মা ও মেয়েকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে গৃহকর্তা বজলুর রহমান ও তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহত ইয়াসমিন বেগম (৩০) ও তার মেয়ে মুসরত জাহান বিথীকে (৬) আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তা বজলুর রহমান লালমনিরহাট পৌরসভার তালুক খুটামার গ্রামের আমজাদ চৌকিদারের ছেলে।

পুলিশ জানায়, ২০০৯ সালে বজলুর রহমানের সঙ্গে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের ইনসান আলীর মেয়ে ইয়াসমিন বেগমের বিয়ে হয়। বিয়ের সময় একটি অটোবাইক যৌতুক হিসেবে জামাইকে দেন ইনসান আলী। বিয়ের কিছু দিনপর বজলুর রহমান জুয়া খেলায় সেই অটোবাইক বিক্রি করে দেন। এরপর ওষুধ কোম্পানিতে চাকরির করার কথা বলে শ্বশুরের কাছে আবারও ২০ হাজার টাকা নেন বজলুর। এরমধ্যে বজলুর ইয়াসমিনের ঘরে জন্ম নেয় দুইটি মেয়ে সন্তান।

চাকরির সুবাধে জেলার পাটগ্রামে থাকা অবস্থায় সেখানে পরকীয়ায় জড়িয়ে পড়েন বজলুর। সেই পরকীয়ার প্রতিবাদ করায় মঙ্গলবার দুপুরে বাড়ি এসে স্ত্রী ইয়াসমিনকে মারপিট করেন বজলুর রহমান ও তার বোন আমিনা বেগম। এসময় ছোট মেয়ে মুসরত জাহান বিথী মায়ের কাছে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইয়াসমিন বেগম বাংলানিউজকে জানান, স্বামীকে অন্যত্র বিয়ে দিয়ে পুনরায় যৌতুক নিতে তার শ্বশুড়-শ্বাশুড়িসহ পুরো পরিবার তাকে বাড়ি ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদ করায় বাড়ির সবাই মিলে তাকে ও তার মেয়ে বিথীকে মারপিট করেছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত উপ সহকারী মেডিকেল অফিসার সৌরভ বাংলানিউজকে জানান, শিশু বিথী ও তার মায়ের ফ্যাক্সার হতে পারে। এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গৃহবধূ ইয়াসমিন মাথায় আঘাত পেয়েছেন। সেরে উঠতে কিছুটা সময় লাগবে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।