ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর ব্রিজের কাছে অ্যাম্বুলেন্স চাপায় সাজ্জাদ হোসেন (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরাফাত নামে আরো একটি শিশু।  

বুধবার (১৭ মে) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন সদর উপজেলার কান্দাপাড়া এলাকার কিসমত আলীর ছেলে।

সাজ্জাদ ও আরাফাত উপজেলার রায়পুরে অবস্থিত আশরাফুল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বুধবার বিকেলে স্কুল শেষে সাজ্জাদ ও আরাফাত হেঁটে বাড়ি ফিরছিল। পথে মাছুমপুর ব্রিজের কাছে একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই সাজ্জাদ মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।