ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ: নিখোঁজ হওয়ার দুইদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীলের ওয়াপদার খাল থেকে রিপন সরকার (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। রিপন ওই উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের আনন্দ সরকারের ছেলে।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (১৫ মে) রামশীলের ওয়াপদার খালে কাঠ বোঝাই একটি ট্রলার ডুবে যায়। রিপনসহ তিন যুবক ওই ডুবন্ত ট্রলার থেকে কাঠ তোলার জন্য খালে ডুব দেন। দুই যুবক উঠে এলেও ওইদিন থেকে নিখোঁজ ছিলেন রিপন। দু’দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রিপনকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে না পেরে মঙ্গলবার (১৬ মে) উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

বুধবার বিকেলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দ‍ূরে রামশীল নামক স্থানে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।