বুধবার (১৭ মে) এসএমসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার (১৬ মে) পরিচালনা পরিষদ নির্বাচনে ২০১৭-১৯ মেয়াদকালের জন্য এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালনা পরিষদের সব সদস্যদের অভিনন্দন জানিয়ে এসএমসিসিআই নেতারা বলেন, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নেতৃত্বাধীন এ পরিচালনা পর্ষদ শিল্প বাণিজ্যের বিকাশে নবদিগন্তের উন্মোচন করবে।
এফবিসিসিআই’র নতুন নেতৃত্ব সরকারের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করে পরিচালনা পরিষদের সাফল্য কামনা করেন এসএমসিসিআই নেতারা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনইউ/ওএইচ/এএ