ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

এফবিসিসিআই পরিচালনা পর্ষদকে এসএমসিসিআইর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এফবিসিসিআই পরিচালনা পর্ষদকে এসএমসিসিআইর অভিনন্দন

সিলেট: দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন সভাপতি মো.শফিউল ইসলাম মহিউদ্দিন এবং নবনির্বাচিত পরিচালনা পরিষদকে অভিনন্দন জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএমসিসিআই)।

বুধবার (১৭ মে) এসএমসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।  

মঙ্গলবার (১৬ মে) পরিচালনা পরিষদ নির্বাচনে ২০১৭-১৯ মেয়াদকালের জন্য এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালনা পরিষদের সব সদস্যদের অভিনন্দন জানিয়ে এসএমসিসিআই নেতারা বলেন, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নেতৃত্বাধীন এ পরিচালনা পর্ষদ শিল্প বাণিজ্যের বিকাশে নবদিগন্তের উন্মোচন করবে।

এফবিসিসিআই’র নতুন নেতৃত্ব সরকারের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করে পরিচালনা পরিষদের সাফল্য কামনা করেন এসএমসিসিআই নেতারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনইউ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।