বুধবার (১৭ মে) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের ঢেকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিকুর রহমান লিকন উপজেলার পূর্ব ঢেকিয়া গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আশিকুর রহমান মোটরসাইকেলে হোসেনপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের ঢেকিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি