ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহীতে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।

বুধবার (১৭ মে) দুপুরে মহানগর ছাত্রলীগ এ শোভাযাত্রা বের করে।

মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের নেত‍ৃত্বে শোভাযাত্রাটি রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাস এবং সাহেব বাজার জিরোপয়েন্টসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ অন্য নেত‍ারা।

এরআগে কলেজ ক্যাম্পাসে পথসভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মহানগর ছাত্রলীগসহ রাজশাহীর বিভিন্ন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।