ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গাংনীতে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
গাংনীতে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

মেহেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাই ইসরাইলের লাঠির আঘাতে ফুফাতো ভাই মিনারুল ইসলাম (২৮) মারা গেছেন।

বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনারুল ইসলাম গাংনী উপজেলার আমতৈল গ্রামের সারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তিন শতক জমি নিয়ে মিনারুল ইসলামের সঙ্গে মামা আব্দুল কুদ্দছের বিরোধ চলছিলো। এর জের ধরে বিকেলে আব্দুল কুদ্দছের ছেলে ইসরাইল হোসেনের সঙ্গে মিনারুলের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইসরাইল ও তার সঙ্গী ইদ্রিস আলী মিনারুলকে লাঠি দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।