ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও মুন্সীরটেকসহ কয়েকটি এলাকায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা এ অভিযান চালান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুয আলম বাংলানিউজকে জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আগে ওইসব এলাকায় মাইকিং করে যার যার উদ্যোগে সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়।

এছাড়াও বুধবারের অভিযানে প্রায় এক হাজার রাইজার ও ৫শ’ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ব্যবস্থাপক সুরুয আলম।

অভিযান চলাকালে কালিয়াকৈর থানা পুলিশ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরএস/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।