বুধবার (১৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা এ অভিযান চালান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুয আলম বাংলানিউজকে জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আগে ওইসব এলাকায় মাইকিং করে যার যার উদ্যোগে সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়।
এছাড়াও বুধবারের অভিযানে প্রায় এক হাজার রাইজার ও ৫শ’ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ব্যবস্থাপক সুরুয আলম।
অভিযান চলাকালে কালিয়াকৈর থানা পুলিশ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরএস/জিপি/জেডএম