দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৭ মে) আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সেই সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের হয়।
এদিন দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশে সুশাসন ফিরে এসেছে। গণতন্ত্র উন্নয়নে বাংলাদেশে একটি স্লোগান উচ্চারিত হচ্ছে শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম পুতুল, হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, আজহার উদ্দিন জাহাঙ্গির, আজাদুর রহমান আজাদ, কবির উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত, জুবের খান, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, রইছ আলী, এপতেয়ার হোসেন পিয়ার, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল হাসিব মনির, এ আর সেলিম, আব্দুস সোবহান, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছফু আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনইউ/জিপি/এমজেএফ