মঙ্গলবার (১৬ মে) থেকে বুধবার (১৭ মে) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে দিনাজপুর পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম মোটরসাইকেল চুরি ও ছিনতাই রোধে জেলার বিভিন্ন ইউনিটের দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ জামানকে প্রধান করে একটি বিশেষ টিম গঠন করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে স্বীকার করেছে আটকরা।
টিমের সদস্য কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলা ও এর আশপাশের এলাকাগুলো থেকে মোটরসাইকেল চুরি করতো। মোটরসাইকেল চুরি ও ছিনতাই কার্যক্রম পরিচালনায় একটি সিন্ডিকেট কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/জেডএম