বুধবার (১৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশনের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীসহ পর্যবেক্ষণ নীতিমালার খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে http://www.ecs.gov.bd থাকছে।
আগামী ২৪ মে ২০১৭ পর্যন্ত রাজনৈতিক দল, সাংবাদিক, সিভিল সোসাইটি ও পর্যবেক্ষক সংস্থাসহ যে কেউ এ প্রস্তাবিত নীতিমালায় সংযোজন-বিয়োজনের মতামত দিতে পারবেন। লিখিত মতামত- [email protected], এই মেইলে পাঠানো যাবে। এছাড়া পরিচালক (জনসংযোগ), নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা ঠিকানায় ডাকযোগেও পাঠানো যাবে।
আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সর্ব সাধারণের মতামতসহ খসড়া নীতিমালাটি অনুমোদনের জন্য কমিশনের কাছে উপস্থাপন করা হবে। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় মতামত নিয়ে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে মে মাসের শেষের দিকে। এরপর জুনের প্রথম সপ্তাহের মধ্যেই পর্যবেক্ষক হতে আগ্রহীদের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিবন্ধন নিতে আহ্বান জানাবে ইসি।
বর্তমানে দেশে ১২০টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইসিতে নিবন্ধিত আছে। যাদের মেয়াদ আসছে জুনেই শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ইইউডি/জেডএম