বুধবার (১৭ মে) বিকেলে শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরাগের বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায়।
র্যাবের দিনাজপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরাগকে ১৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলো।
আটক মাদক বিক্রেতা পরাগকে কোতয়ালি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জিপি/জেডএম