ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুর শহর থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদিক রায়হান পরাগ (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৭ মে) বিকেলে শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।   পরাগের বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায়।

তার পিতা এবিএম হলিমুর রশিদ।

র‌্যাবের দিনাজপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরাগকে ১৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলো।

আটক মাদক বিক্রেতা পরাগকে কোতয়ালি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।