ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে সতীন হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
মেহেন্দিগঞ্জে সতীন হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে সতীনকে হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (১৭ মে) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রফিকুল ইসলাম।

দণ্ডিত গৃহবধূ তাজিয়া বেগম (৩৬) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম সুলতানী গ্রামের আব্দুল মান্নান গাজীর দ্বিতীয় স্ত্রী এবং ভোলা চরফ্যাশনের মোস্তফা মাঝির মেয়ে।

আদালত সূত্র জানায়, আব্দুল মান্নান গাজী ১৫ বছর আগে একই উপজেলার তেঁতুলিয়া এলাকার রেহেনা বেগমকে বিয়ে করেন। যাদের সংসারে দু'টি সন্তানও রয়েছে। ঘটনার সাত মাস আগে ঢাকায় গোপনে তাজিয়া বেগমকে বিয়ে করেন মান্নান। তার দ্বিতীয় স্ত্রী তাজিয়া বেগমকে বাড়িতে নিয়ে আসার পর ২০১২ সালের ১৬ আগস্ট দুই স্ত্রীর মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়। তখন তাজিয়া ধাক্কা দিয়ে রেহেনাকে ফেলে দেন। পড়ে গিয়ে ঘরের খুঁটির সঙ্গে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই ঘটনায় রেহেনার ভাই বাবুল হোসেন তাজিয়াকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১২ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম তাজিয়াকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। আদালতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

বাংলা‌দেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।