গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাকাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক পুতুল বেগম ওই গ্রামের মামুন সরদারের স্ত্রী।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের নারী সদস্যরা তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা উদ্ধার করেন।
পুতুল বেগম পুলিশের তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য আমদানি করে এলাকায় পাইকারি বিক্রি করে আসছিলেন বলেও জানান ওসি ফিরোজ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএস/ওএইচ/এএ