ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আগৈলঝাড়ায় যুবকের আত্মহত্যা

বরিশাল: বিয়ে করতে না পেরে অভিমান করে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় লিটন সরকার নামে এক যু্বক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার সাহেবেরহাট গ্রামে মামার বাড়িতে বসে কীটনাশক পান করে ওই যুবক আত্মহত্যা করে। লিটন সরকার উপজেলার আস্কর গ্রামের লক্ষণ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামা বিকাশ মজুমদারের বাড়িতে থাকতো লিটন। মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাশ্ববর্তী বারপাইকা গ্রামে ভূয়া পরিচয়ে বিয়ে করতে গেল স্থানীয়দের হাতে লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখে বুধবার দুপুরে মামাবাড়ি বসে কীটনাশক পান করে অ‍াত্মহত্যা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।