বুধবার (১৭ মে) বিকেলে সিলেট মহানগর মুখ্য হাকিম-৩ আমলী আদালতের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী বাদী হয়ে মহানগর মুখ্য হাকিম-১ম আমলী আদালতে মামলাটি (সিআর-৬৬২/২০১৭) দায়ের করেন।
মামলা দায়েরের পর ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার (ওমরপুর) সৈয়দ পুর গ্রামের আশিকুর রহমান চৌধুরী ওরফে আশিকুজ্জামানের ছেলে বর্তমানে নগরীর হাউজিং এস্টেট ৪ নং সড়কের ২৮ নং বাসার ভাড়াটিয়া বাসিন্দা আহমেদ জামান চৌধুরী ফরহাদ (২৮), তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আকমল খাঁন, আসামির স্থানীয় জামিনদার নগরীর আখালিয়া নোয়াপাড়া ৩০/৩ বাসার মৃত ছোরাব আলীর ছেলে ছাদিক মিয়া, কথিত ফাহমিদা হকের নিযুক্তিয় আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন, এহাজারকারী হিসেবে আদালতে উপস্থিত হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্টিপুর গ্রামের ওবায়দুল হকের মেয়ে কথিত ফাহমিদা হক ও সুনামগঞ্জ ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজি মওলানা আব্দুশ শাকুর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি নগরীর শাহপরান থানায় তথ্য প্রযুক্তি আইনে আহমেদ জামান চৌধুরী ফরহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তারই স্ত্রী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্টিরপুর গ্রামের মৃত ওবায়দুল হকের মেয়ে ও নগরীর হাতিমবাগ এলাকার বাসিন্দা ফাহমিদা হক। মামলাটি আদালতে বিচারাধীন ছিল।
গত ২ মে ফাহমিদা হকের নামে কথিত নারীকে মামলার বাদী সাজিয়ে কৌশলে আদালতে আসামির জামিন করান এজাহারভুক্ত দুই আইনজীবী। আদালত মুচলেকা নিয়ে ৫ হাজার টাকা বন্ডে আসামির জামিন দেন। এদিন আসামি ও কথিত বাদী পক্ষের আইনজীবী আদালতে এজাহারকারী ও আসামির মধ্যে মীমাংসা হয়েছে, জামিনে আপত্তি নেই বলে উপস্থাপন করেন। আদালতে উপস্থিত কোর্ট পরিদর্শকও জামিনের বিরোধিতা করেননি।
এরপর গত ১৬ মে মামলার প্রকৃত বাদী ফাহমিদা হকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন আদালতের বিচারককে বুঝাতে সক্ষম হন, প্রক্সি বাদী বানিয়ে আসামি জামিনে বেরিয়ে গেছেন। এসময় তিনি প্রকৃত ফাহমিদা হকের জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করে মিল-অমিল প্রমাণ করে দেন । এদিন স্বপ্রণোদিত হয়ে আসামির জামিন বাতিল করেন বিচারক।
ঘটনাটি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হন-আসামিরা নিজেদের যোগসাজসে আদালতের সঙ্গে প্রতারণার মাধ্যমে ১ নং আসামির জামিন করিয়ে ফৌজদারি অপরাধ করেছেন।
আসামিদের গ্রেফতারে বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনইউ/জেডএম