বুধবার (১৭ মে) দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোখতোলার মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। লালন হোসেন গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের জহিরুল ইসলাম মালিথার ছেলে।
আহতরা হলেন- গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) বকতিয়ার হোসেন ও কনস্টেবল আব্দুল হক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লালন হোসেনকে উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, লালন হোসেনের নামে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি, বোমা বিস্ফোরণসহ ছয়টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭ আপডেট: ১১৩৩ ঘণ্টা
আরআইএস/এনটি