ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর ও চাটখিল উপজেলায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, সূবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের একটি পুকুরে ডুবে দুই ভাই-বোন ও সন্ধ্যা সাড়ে ৬টায় একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের অপর এক যুবক পানিতে ডুবে মারা যায়।


 
নিহতরা হলো-  সূবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের হাজী আবদুল্লাহ সর্দারের ছেলে ওমর ফারুক (১০) ও তার মেয়ে বিবি আমেনা (৭) এবং একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলা উদ্দিনের ছেলে আল আমিন (২৯)।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ফারুক ও তার বোন আমেনা তাদের পুকুরে যায় হাত-মুখ পরিষ্কার করার জন্য। পরে তারা দুইজন আর ঘরে ফিরে আসেনি। ওই সময় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে দুই ভাই-বোনকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে আল আমিন নামে আরো এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দুই শিশুসহ তিনজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

অপরদিকে,  জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের পন্ডিত বাড়িতে মেরাজ হোসেন শোয়াইব (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। দুপুরের দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় পোল্ট্রি খামারী মো. মুন্নার ছেলে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।