ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনা পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
খুলনা পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান খুলনা পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

খুলনা: খুলনা মহানগরীর নূরনগর এলাকার বিভাগীয় পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযানে কোনো দালালকে আটক যায়নি।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টার দিকে অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- দুদকের ঢাকা অফিসের পরিচালক মো. মনিরুজ্জামান ও দুদক খুলনার পরিচালক ড. মো. আবুল হাসান।

দুদক কর্মকর্তারা বলেন, অভিযানের সময়  খুলনা বিভাগীয় পাসাপোর্ট অফিসে পরিচালক ও উপ-পরিচালক কাউকেই পাওয়া যায়নি। একজন উপ-সহকারী পরিচালক দিয়েই চলছে বিভাগীয় পাসপোর্ট অফিস।

দুদক খুলনার পরিচালক ড. মো. আবুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। মানুষকে হয়রানির শিকার হচ্ছে তারও কিছু প্রমাণ পাওয়া গেছে। ওখানে যারা কাজ করছেন তারা একজন পাসপোর্ট আবেদনকারীর কাগজপত্র সঠিক নেই বলে ফিরিয়ে দেন। কিন্তু পরে ওই ব্যক্তির সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আবেদনটি গ্রহণ করে ক্ষমাপ্রার্থনা করেন।

দালাল এবং পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মিলে গড়ে তোলা একটি সংঘবদ্ধ সিন্ডিকেট নানা অজুহাতে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন এমন অভিযোগ দীর্ঘ দিনের।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা,  মে ১৮, ২০১৭
এমআরএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।