সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতিকরণের কাজ চলছে। এরই ধারবাহিকতায় রানওয়ে পশ্চিম পাশে মাটি খুড়তে গিয়ে ওই সিলিন্ডারটি পাওয়া যায়।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানান, বিমানবন্দর ৩৫ গেইটের পশ্চিমে বস্তুটি পাওয়া যায়। এর আগেও মাটি খুড়তে এমন বস্তু পাওয়া গিয়েছিল। বস্তুটি ওই গেইটের কাছেই রয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে আসলে ওটি সিলিন্ডার নাকি বোমা, বলেন তিনি।
পরে গভীর রাতের দিকে এখানে আরও তিনটি সিলিন্ডার সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময় ০০৫৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএমকে