বৃহস্পতিবার (১৮ মে) দিনগত রাত দশটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে উপজেলার সাতোর ইউনিয়নের গোয়াল পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের মাঝবোয়াল গ্রামের মৃত মো. গলিয়ার ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা নিউজকে জানান, জিয়ারুল রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুরস্থ শশুড়বাড়ী থেকে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ভোগনগর ইউনিয়নের মাঝবোয়াল গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া মোড় এলাকায় পৌছালে পেছন থেকে একটি নৈশ্য কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময় : ০২২৮ ঘন্টা, মে ১৯, ২০১৭
এমএমকে