ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সংসদ নির্বাচনের খবর নিলেন শ্রিংলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
সংসদ নির্বাচনের খবর নিলেন শ্রিংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (১৮ মে) তিনি নতুন সিইসির সঙ্গে প্রথমবারের মত সাক্ষাত করেন।

এ বিষয়ে সিইসি নুরুল হুদা বাংলানিউজকে বলেন, হাইকমিশনারের সঙ্গে এটিই প্রথম সৌজন্য সাক্ষা‍ৎ।

মূলতঃ ব্যক্তিগত জীবন নিয়েই আমাদের বেশি কথা হয়েছে। তবে তিনি জানতে চেয়েছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন টাইমলি হচ্ছে কিনা? জবাবে আমি জানিয়েছি, সংবিধানে যেভাবে নির্দেশনা দেওয়া, সে সময়েই নির্বাচন হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি। আর সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সে বছরের ২৯ জানুয়ারিতে।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদের মেয়াদ হচ্ছে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। এক্ষেত্রে দশম সংসদের মেয়াদ পূর্ণ হবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি।
আর সংসদের মেয়াদ পূর্তির আগেই নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া আছে সংবিধানে। এক্ষেত্রে একাদশ সংসদ নির্বাচন আগামী ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যেই সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে।


সিইসি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে যথা সময়ে নির্বাচন সম্পন্ন করার। হাই কমিশনার জানতে চেয়েছিলেন, আমরা প্রস্তত কিনা। বলেছি, আমরা পুরোপুরি প্রস্তুত।

ইতিমধ্যে আমরা সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছি। আগামী ২৪ মে নাগাদ এটা চূড়ান্ত হবে। এরপর রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতির কাজ এগিয়ে নেবো।
ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকে ও প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডলও সাক্ষাতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইইউডি/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।