বৃহস্পতিবার (১৮ মে) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৭ মে তিনমাস বয়সী শিন নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে অপহরণ হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।
রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জাননো হবে বলেও জানান মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
পিএম/আরআইএস/আইএ