বাংলাদেশের আইজি প্রিজনের সঙ্গে পরিদর্শনে এসেছেন কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতুর আইজি প্রিজনরা।
শুক্রবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে এসে পৌঁছান তারা।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক বাংলানিউজকে জানান, বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের কারা মহাপরিদর্শক কারাগার পরিদর্শনে এসেছেন।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে যোগ দিতে ১৩টি দেশের আইজি প্রিজন ঢাকায় এসেছেন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/আরআইএস/এএসআর