ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগার পরিদর্শনে ১৪ দেশের আইজি প্রিজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
কাশিমপুর কারাগার পরিদর্শনে ১৪ দেশের আইজি প্রিজন

গাজীপুর: বাংলাদেশসহ ১৪টি দেশের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে এসেছেন।

বাংলাদেশের আইজি প্রিজনের সঙ্গে পরিদর্শনে এসেছেন কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতুর আইজি প্রিজনরা।

শুক্রবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে এসে পৌঁছান তারা।

এ সময় তাদের গার্ড অব অনার দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার-২ পরিদর্শন করেন কারা মহাপরিদর্শকরা।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক বাংলানিউজকে জানান, বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের কারা মহাপরিদর্শক কারাগার পরিদর্শনে এসেছেন।

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে যোগ দিতে ১৩টি দেশের আইজি প্রিজন ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।