ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দুই সন্তানের বাবা মোবারক বাঁচতে চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
দুই সন্তানের বাবা মোবারক বাঁচতে চায় মোবারক হোসেন

ঢাকা: স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল মোবারক হোসেনের। কিন্তু দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বাসা বাঁধলো তার দেহে। একখণ্ড জমি ছিল তাও বিক্রি করতে হলো চিকিৎসার জন্য।

সহায়-সম্বলহীন মোবারক বাঁচতে চায় ছেলে সন্তান দুটির দিকে তাকিয়ে। কিন্তু জীবন যেন একটু একটু করে শেষ হতে চলেছে।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বেলতলী গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তিন বছর ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন এক হাজার টাকার ওষুধ কিনতে হয়। দিন দিন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যয়।

এদিকে পরিবারে একমাত্র উপার্জনের এই ব্যক্তির এমন দশায় বন্ধ হতে চলেছে প্রথম ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই ছেলের লেখাপড়া। তাই তার জীবন বাঁচাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
 
সাহায্য পাঠাতে পারবেন; বিকাশ নম্বর ০১৯২৩৪২৯০২৩ (পার্সোনাল)।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।