ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্ত‍ঃনগর ট্রেন দা‌বি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্ত‍ঃনগর ট্রেন দা‌বি

ঢাকা: ঢাকা-চাপাইনবাবগঞ্জ রু‌টে সরাস‌রি আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স‌মিতি।

শুক্রবার (১৯ মে) সকা‌ল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে গিয়ে আন্তঃনগর ট্রেন চালুর প্র‌তিশ্রু‌তি দেন।

এরপর এক‌টি শাটল ট্রেন চালু হয়। কিন্তু সরাস‌রি আন্ত‍ঃনগর ট্রেন চালু হয়‌নি।

চাঁপাই-ঢাকা রুটে  আন্তঃনগর ট্রেন চালুর ক্ষেত্রে এতো‌দিন বড় বাধা ছিলো আমানুরা রেল জংশন। ইতোমধ্যে আমানুরা রেল জংশনের দেড় কিলো‌মিটার প‌শ্চিমে ২ কিলোমিটার বাইপাস রেলপথ নির্মাণ করেছে সরকার।

এ‌টি ২১ মে উদ্বোধন করা হবে। কিন্তু  সরাস‌রি রেলের দা‌বি পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বক্তারা।

বক্ত‍ারা বলেন, অর্থনৈ‌তিক ভাবে গুরুত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা যাতায়াতের দুর্ভোগ লাঘবে আন্তঃনগর ট্রেন জরুরি প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ারুল হক আনোয়ার, দেলোয়ার হোসেন, রোকেয়া বেগম কেয়া, বেনাউল ইসলাম, ইঞ্জি‌নিয়ার মাহতাব উদ্দীন, নুরুল ইসলাস প্রমুখ।

বাংলা‌দেশ সময় ১০৫৬ঘন্টা, মে ২০, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।