ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামন চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, মে ১৯, ২০১৭
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামন চালক নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জামাত আলী (৪৫) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জামাত আলীর বাড়ি সদর উপজেলার গোপালপুর গ্রামে।

আহতরা হলেন-গাংনী পৌরসভার পশ্চিম মালশাদহ গ্রামের বেল্টু ও ওয়াজ উদ্দীনের ছেলে তাজু। এদের মধ্যে তাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


স্থানীয়রা জানান, জামাত আলী শ্যালো ইঞ্জিন চালিত আলগামনে করে পাবনা থেকে মুরগি নিয়ে মেহেরপুর আসছিলেন। এসময় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাস ওই আলগামনকে ধাক্কা দিলে চালক জামাত আলী ও দুই পথচারী আহত হন। স্থানীয়রা আহতদের মধ্যে জামাত আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।