শুক্রবার (১৯ মে) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্বজনরা এ দুর্ভোগের শিকার হন।
বন্দিদের স্বজন ও কারা সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) শুক্রবার (১৯ মে) সকালে কারাগার পরিদর্শনে আসেন।
কারাগারের পক্ষে থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে দুপুরের আগে কাউকে কারাগারের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। দুপুরের পর তারা বন্দিদের সঙ্গে স্বাক্ষাৎ করতে পারবে।
রাজশাহী থেকে আসা এক বন্দির স্বজন উজ্জল মিয়া জানান, গত বৃহস্পতিবার (১৮ মে) রাতে গাড়িতে উঠেছি কাশিমপুর কারাগারে বন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে। শুক্রবার (১৯ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে এসে পৌঁছেছি। কারাগারের গেটে এসে শুনি দুপুরের আগে স্বাক্ষাৎ করা যাবে না। কারাগারের সামনে প্রচন্ড রোদ ও গরমে কষ্ট করছি। কারা কর্তৃপক্ষ যদি আগেই পত্রিকা অথবা টেলিভিশনের মাধ্যমে আমাদের জানিয়ে দিতেন দুপুরের আগে স্বাক্ষাৎ হবে না তাহলে আমাদের এমন দুর্ভোগ হতো না।
এ ব্যাপারে কাশিমপুর কারাগারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/বিএস