ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

‘বাংলাকে ইন্টারনেটের ভাষায় রুপান্তর করতে হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
‘বাংলাকে ইন্টারনেটের ভাষায় রুপান্তর করতে হবে’ ‘বাংলাকে ইন্টারনেটের ভাষায় রুপান্তর করতে হবে’। ছবি: বাংলানিউজ

ঢাকা: তথ্যপ্রযুক্তির যুগে বাংলাকে ইন্টারনেটের ভাষায় রুপান্তরের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার (১৯ মে ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসামের ভাষা শহীদ দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। সভার আয়োজন করে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘বাংলা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, অনেক ভাষার চেয়ে এগিয়ে আছে। বাংলার ব্যাকরণ ও বাক্য গঠন বিশ্লেষণ করেও দেখা যাবে, অনেক ভাষার চেয়ে আমাদের ভাষা উন্নত। তাহলে কেনো আমরা তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেটের ভাষা করতে পারছি না। এ দায়িত্ব কাদের? এ দায়িত্ব যুক্তরাষ্ট্র বা জার্মানির প্রযুক্তিবিদরা করবেন না। এ দায়িত্ব আমাদের প্রযুক্তিবিদদের’।

উপাচার্য বলেন, ‘আজকের এই দিনে আমরা আসামের ভাষা শহীদদের স্মরণ করি। ঠিক একইভাবে আমরা একুশে ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করি। এ ধরনের আয়োজন থেকে নতুন প্রজন্ম অনুপ্রেরণা লাভ করবে’।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে তোমরা দশটা ভাষা শেখো। তবে সবার আগে নিজের মাতৃভাষা ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। গ্লোবাল ভিলেজে বসবাস করতে বহু ভাষায় পারদর্শিতার প্রয়োজন আছে। কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে মাতৃভাষাকে’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক ও নারীনেত্রী সেলিনা খালেক।

বক্তব্য দেন ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদীর, ভাষাসৈনিক আব্দুল করিম পাঠান, আব্দুল জলিল, ড. জসিম উদ্দীন আহমেদ, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কবি সৈয়দ নাজমুল আহসান প্রমুখ।

সভা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের
প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসকেবি/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।