ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পাবলিকের রাস্তায় কোনো ‘নো পার্কিং’ দেখতে চাইনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
পাবলিকের রাস্তায় কোনো ‘নো পার্কিং’ দেখতে চাইনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন মেয়র আনিসুল হক- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর বিভিন্ন সড়কে অনেক প্রতিষ্ঠান ‘নো পার্কিং, নো পার্কিং’ লিখে রাস্তা দখল করে রেখেছে। গ্রুপ-৪ সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠান নো পার্কিং বোর্ড দিয়ে রাস্তা দখল করে রেখেছে।

এসব সংস্থাকে হুঁশিয়ার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকা শহরে পাবলিকের কোনো রাস্তায় নো পার্কিং, নো পার্কিং দেখতে চাইনা। আমরা এক সপ্তাহের মধ্যে এসব উচ্ছেদ করব।

পাবলিকের রাস্তা উদ্ধার করা হবেই।

শুক্রবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ  প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

বুয়েটের নগর ও অঞ্চল  পরিকল্পনা বিভাগের  প্রধান অধ্যাপক ড. আফসানা হকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপচার্য অধ্যাপক গোলাম রহমান।

মেয়র বলেন, আজ থেকে তিন  মাস আগেও দূতাবাসগুলোর সামনের রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলতে পারতো না। আমার সেগুলো উদ্ধার করেছি। এখন নগরবাসী মাথা উঁচু করে যেতে পারছেন।

এসময় মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, সেদিন দেখি জি-৪ নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠান আমাদের রাস্তার উপর তাদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। লিখে দিয়েছে নো পার্কিং। এটা কি তার বাবার রাস্তা?

জি-৪ সহ দেশি- বিদেশি সব প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে মেয়র বলেন, ঢাকা শহরের পাবলিকের রাস্তার ওপরে আপনাদের কোনো নো পার্কিং দেখতে চাইনা। জাস্ট ওয়ান উইক  টার্ন। জি-৪ হোন আর বিদেশি প্রতিষ্ঠান হোন, সাধারণ মানুষের রাস্তা, সাধারণ মানুষই থাকবে। সৌদি দূতাবাসে গিয়ে দেখি সমস্ত রাস্তায় ওনারা নো পার্কিং, নো পার্কিং দিয়ে রেখেছেন। সৌদি অ্যাম্বাসির উদ্দেশে মেয়র বলেন, তোমার দেশের রাস্তায় কি এভাবে থাকতে দিবা। তোমার দেশের রাস্তায় কি তোমার দেশের নাগরিককে আটকাতে পারবে। তাহলে আমার দেশে তোমার দূতাবাস রয়েছে বলে সাধারণ মানুষের রাস্তা দখল করেছ। এটা হতে দেব না। আমরা সাধারণ মানুষের রাস্তা উদ্ধার করবই।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭/আপডেট সময়: ১২৪০
এসএম/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।