ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেট থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
সিলেট থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ

সিলেট: সিলেটের জৈন্তাপুর থানা হাজত থেকে নজরুল ইসলাম অভি ওরফে বাবু (২৮) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) ভোরে থানা হাজতের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত নজরুল উপজেলার চিকনাগুল প্রথমখন্ড খরাগড় গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বৃহস্পতিবার (১৮ মে)  রাতে স্ত্রী নাসরিন ফাতেমার দায়ের করা যৌতুকের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
 
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর বাংলানিউজকে বলেন,  রাতে হাজতখানায় আসামিদের ব্যবহারের জন্য দেওয়া কম্বলের চারপাশের শক্ত সেলাই করা মুড়া দিয়ে রশি তৈরি করে ভেনটিলেটরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানায় তার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন তার স্ত্রী।

ওসি বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদের তত্ত্বাবধানে মরদেহ উদ্ধার করা হবে।
 
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, হাজত খানায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে আসামি কম্বলের চারপাশের শক্ত অংশ দিয়ে রশি বানিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এনইউ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।