ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

মাদারীপুর: মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।বৃহস্পতিবার (১৮ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মস্তফাপুরের রেজাউল হাওলাদারের প্রতিবন্ধী ছেলে রিয়াদকে মারধর করে প্রতিবেশী শাজাহান হাওলাদারের ছেলে নুর-জামাল। এ নিয়ে তখন থেকেই উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।