শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় প্রেমিক সোহেলের বাড়ির পাশের বাগানের একটি ঘর থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
সোহেল (১৯) ছবিপুরের দলিল উদ্দিনের ছেলে ও প্রেমিকা জান্নাতুল ফেরদৌস টিয়া (১৯) একই এলাকার আতাহার উদ্দিনের কন্যা।
তারা উভয়ই সৈয়দ বদরুল কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, কাছাকাছি বাড়ির সোহেল ও টিয়া একই কলেজে পড়াশোনা করতো।
সকালে সোহেলের বাড়ির পাশের বাগানে একটি ঘরে দু’জনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেন।
ওসি বলেন, প্রাথমিক ভাবে বিষয়টি আত্মহত্যা এবং এর নেপথ্যে প্রেমঘটিত বিষয় জড়িত রয়েছে বলে জানা গেছে।
তবে ভিন্ন কোনো কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/বিএস