ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

বগুড়া: সদর উপজেলার গোকুল এলাকায় মালবাহী ট্রাকচাপায় শান্ত (২৮)  নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও টিএমএসএস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


  
নিহত শান্ত শহরের আটপাড়ার ঠাণ্ডু মিয়ার ছেলে। আহতরা হলেন, একই এলাকার সাব্বির ও বৃন্দাবনপাড়ার অলি।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে ৩ আরোহী বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে গোকুল এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নিহত হন। আহত হয় অপর দুই মোটরসাইকেল আরোহী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
 
সদর থানার পুলিশ পরির্দশক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পর ট্রাক নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে তাদের আটকের চেষ্টা চলছে।  
 
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।