ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বরিশালে ১০ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ

বরিশাল: বরিশালের সদর উপজেলার লাহারহাট থেকে ১০ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। ট্রলারযোগে পাচার হওয়ার সময় এ রেণু পোনাগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৯ মে) সকালে জব্দ হওয়া রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোস্টগার্ড বরিশাল স্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন।

তিনি বলেন, চিংড়ি রেনু পোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লাহারহাট এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকাকে থামতে বলা হয়।

এ সময় নৌকা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

নৌকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে বরিশাল স্টেশনে আনা হয়। পরে রেনু পোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।