শুক্রবার (১৯ মে) বেলা ১২টার দিকে ভুলুয়া নদী সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মমিন উল্লাহ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামের বাসিন্দা।
তার ছেলে ফয়েজ বলেন, আমরা পাঁচ ভাই। দুই ভাই নোয়াখালীর শান্তির হাটে থাকেন; তিন ভাইয়ের বাস চরপাগলা গ্রামে। বৃহস্পতিবার (১৮ মে) বাবা এ বাড়িতে (চরপাগলা গ্রামের বাড়িতে) আসেন। দুপুরে একটা কলার ছড়া কাটাকে কেন্দ্র করে ভাই মোহাম্মদ উল্লার স্ত্রী শাহিনুর আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়। দেওয়া হয় বাবাকে হুমকি। সকালে বাবার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আইএ