ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক-ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী সদরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. মুরাদ হোসেন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৮-এর সদস্যরা।

আটকের সময় তার কাছে থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ হাজার ২শ টাকা জব্দ করা হয়। আটক মুরাদ পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. রেফাতুল্লাহ ছেলে।

শুক্রবার (১৯ মে) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ১৮ মে (বৃহস্পতিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার পটুয়াখালী সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।