আটকের সময় তার কাছে থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ হাজার ২শ টাকা জব্দ করা হয়। আটক মুরাদ পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. রেফাতুল্লাহ ছেলে।
শুক্রবার (১৯ মে) দুপুরে র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ১৮ মে (বৃহস্পতিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার পটুয়াখালী সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/জিপি/আইএ