শুক্রবার (১৯ মে) দুপুর আড়াইটার সময় উপজেলার মিনাপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
রত্নগর্ভা রংফুল নেছা দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
শনিবার (২০ মে) সকাল ৯টার সময় মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর পৌর সভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মজিরুল ইসলাম, আয়ূব আলী, শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএ