শুক্রবার (১৯ মে) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটকের পর বিকেলে আদালতে পাঠানো হয়।
আটক কালাম মোল্লা পাশের বাঘা উপজেলার মীরগঞ্জ হিলালপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
রাজশাহী চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলানিউজকে জানান, ভায়ালক্ষীপুর ইউনিয়নের জোতরঘু মাদ্রাসা মোড়ে গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে চেক পোস্ট বসানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ কালাম মোল্লা ও তার তিন সহযোগীকে আটক করে। কালাম মোল্লা চারঘাট ও বাঘা অঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চারঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কালাম মোল্লাসহ অন্যদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএস/ওএইচ/