শুক্রবার (১৯ মে) বিকেলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ০৪ মে রাত পৌনে ১১টার দিকে জুট মিল শ্রমিক শেখ শাহানকে (২০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন মামুন ও তার লোকজন।
বৃহস্পতিবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমার নেতৃত্বে ঢাকার কদমতলী শ্যামপুর এলাকা থেকে প্রধান আসামি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ জানান, এ হত্যা মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএএএম/এএসআর