শুক্রবার (১৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাগভান্ডার সড়কের কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মিলন ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আজিজুল হকের ছেলে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র পন্ডিত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিলনকে ভুরুঙ্গামারী থেকে থানাঘাট বাজার যাওয়ার পথে কদমতলায় ভারতীয় চোরাই মোটর সাইকেল (বাজাজ-সিটি-১০০) ও কয়েক পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটক কবির মিলনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসআরএস/আরআই