শুক্রবার (১৯ মে) বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ব্যাপারে কবিরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৫ মে) সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নে কবির নামে এক কিশোর প্রতিবেশী ওই শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নদীর তীরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বুধবার (১৭ মে) বিকেলে মিরাজের ভগ্নিপতি ইকবাল মোল্লা শিশুটির বাড়িতে গিয়ে শিশুটির মায়ের হাতে দু'হাজার টাকা দেন এবং কিশোর কবিরকে ডেকে নিয়ে জুতাপেটা করেন।
মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে কবিরকে গ্রেফতার করে পুলিশ। পরে কবির শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরবি/আরএ