মাদক ব্যবসায়ী সোহেল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পটুয়াখালী: পটুয়াখালী শহরের চকবাজার এলাকা থেকে চারশো পিস ইয়বাসহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ বিশ হাজার টাকা জব্দ করা হয়।
শুক্রবার (১৯ মে) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হয়। সোহেল শহরের চকবাজার এলাকার আদম আলী সিকদারের ছেলে।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।