ফারুক হোসেন উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার আগানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধান ক্ষেতে কৃষিকাজ করছিলো ফারুক হোসেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সেখানে উপস্থিত হয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লুৎফুন নাহার নাজীম ও প্রকল্প কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম ভূইয়া (শাহিন) নিহতের পরিবারকে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা দেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ওএইচ/