শুক্রবার (১৯ মে) দুপরে পাতারহাট-উলানিয়া সড়কে মোল্লা স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। শিশু সোহানা উপজেলার সলদী এলাকার টিপু মাঝির মেয়ে।
স্থানয়ীদের সূত্রে জানা যায়, রাস্তার ওপরে খেলা করার সময় একটি ইটবোঝাই টেম্পু ওই ৩ শিশুকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু সোহানার মৃত্যু হয়। স্থানীয়রা অপর দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহত শিশু হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সোহানার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই টেম্পু চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/জিপি/এসএইচ