সুমাইয়া উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ভরসা সরকারের মেয়ে।
শুক্রবার (১৯ মে) বিকেলে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে খাদের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রাত পৌনে ৮টার দিকে বাংলানিউজকে জানান, বিকেলে মা-বাবার অজান্তে সুমাইয়া খাদের পানিতে খেলতে নামে। অনেক খোঁজাখুঁজির পর খাদের পানি থেকে স্বজনরা সুমাইয়ার ভাসমান মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে অসাবধানতাবসত পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমবিএইচ/ওএইচ/